বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বিমানবন্দরে ভ্যাকসিনেটেড কাগজ হারিয়ে বিব্রত শবনম

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ
বিমানবন্দরে ভ্যাকসিনেটেড কাগজ হারিয়ে বিব্রত শবনম

অতীতের কর্মস্থল পাকিস্তান সফর থেকে দেশে ফিরেছেন আম্মাজান খ্যাত কিংবদন্তী অভিনেত্রী শবনম। তবে দেশে ফেরার পথে কিছুটা বিব্রত হন তিনি। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গতকাল রোববার সন্ধ্যায় তিনি দুবাইয়ের একটি বিমানে ঢাকায় এসে পৌঁছান।

এর আগে শনিবার রাতে লাহোর ত্যাগ করেন এই অভিনেত্রী। দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খানিকটা জটিলতায় পড়েন ভ্রমণে ক্লান্ত এই অভিনেত্রী।

এ ব্যাপারে তিনি বলেন, দুবাই এয়ারপোর্টে চেকিংয়ের সময় কখন যে ভ্যাকসিনেটেড কাগজ হারিয়ে গেছে সেটা লক্ষ্য করিনি। যখন ঢাকা এয়ারপোর্টে কাগজ দেখতে চাইল তখন ব্যাগে হাত দিয়ে দেখি কাগজ নেই। এতে বিব্রত ছিলাম। তবে উপস্থিত বিমানবন্দর কর্মকর্তারা চিনতে পেরে তাৎক্ষণিক বিষয়টির সম্মানজনক সমাধান করে বিমানবন্দর ত্যাগের ব্যবস্থা করে দেন। তাদের আন্তরিকতায় আমি কৃতজ্ঞ।

অতীত কর্মস্থল সফরের প্রসঙ্গে দেশটির ‘পোস্টার গার্ল’ খ্যাত শবনম বলেন, সত্যি বলতে এবার কোভিডের কারণে খুব বেশি মুভ করতে পারিনি। বিজ্ঞাপন, কিছু সাক্ষাৎকার করার কথা ছিল, করোনার নিষেধাজ্ঞা নেমে এলে এসবের কিছুই করা হয়নি। পুরো সময়টা আমার এক ভক্তের বাড়িতে থেকেছি। এর মাঝে নাদিম বেগ এবং জেবা আলীর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে।

প্রসঙ্গগত গত বছরের ডিসেম্বর মাসে অতীতের কর্মস্থল পাকিস্তান সফরে যান ‘আয়না’ খ্যাত শবনম। পরবর্তীতে কভিডের কারণে ঢাকায় ফিরতে তার বিলম্ব হয়।

সম্পর্কিত পোস্ট