শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিপুল পরিমাণ ইয়াবা ও ইনজেকশনসহ গ্রেফতার ৫

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ
বিপুল পরিমাণ ইয়াবা ও ইনজেকশনসহ গ্রেফতার ৫

রাজধানীর শাহজাহানপুর থানা ও ঢাকার সাভার থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন ; মো. অপু সরকার, মো. শাহাবুদ্দিন সবুজ ও নুর মোহাম্মদ।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মৌচাক এলাকায় অভিযান চালিয়ে অপু ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর কদমতলীতে নেশাজাতীয় ৮৫০ পিস অ্যাম্পুল ইনজেকশনসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, মো. আজাহার ও মোসা. সুলতানা বেগম।

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে কদমতলী থানার পূর্ব মোহাম্মদবাগ এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ আজাহার ও সুলতানাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আজাহারের কাছ থেকে ৫০০ পিস ও সুলতানার কাছ থেকে ৩৫০ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

সম্পর্কিত পোস্ট