শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিপিএল খেলতে আসছেন বাবর-রিজওয়ান-আফ্রিদিরা!

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ
বিপিএল খেলতে আসছেন বাবর-রিজওয়ান-আফ্রিদিরা!

ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণের প্রসঙ্গ এলেই সামনে চলে আসে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নাম। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি তো ব্যাটারদের জন্য বড় এক আতঙ্কের অপর নাম।

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর হলো, পাকিস্তানের এসব তারকা খেলোয়াড় একযোগে খেলতে আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

বিপিএলের নবম আসর শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতায় এবার বেশি দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের। কারণ, এই সময়টাতে ছুটিতে থাকবেন তারা। তা ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাবর আজমদের বিদেশের লিগে খেলার ব্যাপারে আপত্তি করবে না বলে জানা গেছে।

জানা গেছে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু সিরিজটি বাতিল করে দিয়েছে পিসিবি। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সুযোগ কাজে লাগাতে চায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পকিস্তান দলের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি, সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পেস বোলিং অলরাউন্ডার হাসান আলিকে দলে ভেড়াতে আগ্রহী। তবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, বিপিএলের আগের আসরগুলোতে ছয়টি দল থাকলেও এবারই প্রথম ৭টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা।

সম্পর্কিত পোস্ট