শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিদেশি শ্রমিকের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১ | ১:২৯ পূর্বাহ্ণ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ | ১:২৯ পূর্বাহ্ণ
বিদেশি শ্রমিকের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া

করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। সরকারের মহামারি টাস্কফোর্স বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় ফিরতে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে বলে গত শুক্রবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। খবর রয়টার্সের।

মালয়েশিয়ার প্রধান শিল্প খাত পাম তেল উৎপাদনের বাগানগুলোতে গাছ লাগানো এবং রাবার গ্লাভস তৈরির কারখানাগুলো বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বহু শ্রমিকও এসব শিল্পে কাজ করেন। দেশটির করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার ৯৪ ভাগ প্রাপ্তবয়স্ক লোককে ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। করোনায় দেশটিতে ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছে।

মালয়েশিয়ায় ৬ লাখের মতো বাংলাদেশি থাকে। গত বছরের শুরুতে করোনাভাইরাস মহামারি শুরু হলে সেখান থেকে ফিরে আসে অনেক বাংলাদেশি। মালয়েশিয়া সরকার বিদেশিদের ফেরার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় তারা বিপাকে পড়ে।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বলেন, বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে গাছ লাগানোর কাজের জন্য একটি পদ্ধতির বিষয়ে আজ সম্মতি দিয়েছে স্পেশাল কমিটি অব প্যানডেমিক ম্যানেজমেন্ট। তবে অন্যান্য শিল্পের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের কোটা এবং তাদের প্রবেশের তারিখ নির্ধারণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।

গ্লাভস এবং আইফোনের যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজে প্রায় ২০ লাখ বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে।

সম্পর্কিত পোস্ট