মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বিদেশগামী ও প্রবাস ফেরতদের জন্য বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারের উদ্বোধন

প্রকাশ: ১৮ মার্চ ২০২২ | ৮:০০ অপরাহ্ণ আপডেট: ১৮ মার্চ ২০২২ | ৮:০০ অপরাহ্ণ
বিদেশগামী ও প্রবাস ফেরতদের জন্য বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারের উদ্বোধন

বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের কল্যাণে বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সেন্টারের উদ্বোধন করা হয়ে।

ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন।

বক্তারা বলেন, বিদেশ যাত্রার সময় অথবা বিদেশ থেকে দেশে আসার পর যদি আপনার ঢাকায় থাকার প্রয়োজন হয় তাহলে স্বল্প খরচে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারে থাকতে পারবেন।

সংলাপ-১৮/০৩/০১২/আ/আ

সম্পর্কিত পোস্ট