প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ৭:৪২ অপরাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ৭:৪২ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিডিহাব সিডনির কমিউনিটি হলে রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বুটিক প্রদর্শনী। ঈদ উপলক্ষে বিভিন্ন মুসলমান কমিউনিটির ক্রেতারা এই আয়োজনে কেনাকাটার পাশাপাশি তারা বিভিন্ন মুখরোচক ইফতারের সামগ্রী উপভোগ করেছেন।
বিডিহাব সিডনির মূল আয়োজন আগামী ১ মে (রবিবার) চাঁদরাত মেলা নিয়ে চলছে ব্যাপক আয়োজন। মিন্টোর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মিলন মেলায় কমিউনিটির সকলের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরী হয়েছে।
দিনব্যাপী অসংখ্য স্টলে দেশীয় পোশাকের স্টল, অর্ধ শতাধিক বুটিক স্টল, রকমারী নানান দেশের খাবার সমাহার থাকবে। সাথে ৪ ঘণ্টাব্যাপী লাইভ মিউজিকের ব্যবস্থা থাকবে। স্টেট, ফেডারেল এমপি, মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ অসংখ্য কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে এক জমজমাট আসরে পরিণত হবে এই চাঁদরাত মেলাটি।