বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিডিওএসএন ও ইয়ুথ হাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২ জুলাই ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ আপডেট: ২ জুলাই ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ
বিডিওএসএন ও ইয়ুথ হাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন প্রকল্প কার্যক্রম ও নিজ নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে পরিচালনায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন ও ইয়ুথ হাবের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় বিডিওএসএন কার্যালয়ে এই সমঝোতা চুক্তি সই হয়।

তরুণদের দক্ষতা উন্নয়নের নানাবিধ কর্মসূচি গ্রহণ, বিশেষ করে স্কুল কোডার্স, গার্লস ইন আইসিটি, স্কুল প্রেইনার, বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের গুগল ফর এডুকেশনের ওপর প্রশিক্ষণ, দেশে-বিদেশে অবস্থারত বাংলাদেশি শিশু-কিশোরদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করা, তাদের কোডিং সম্পর্কে মৌলিক বিষয়গুলো শেখানো, শিক্ষার্থীদের তাদের স্কুল জীবন থেকে কম্পিউটার শিক্ষার প্রতি আকৃষ্ট করা, আইসিটি ও স্টেম এবং বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কিত তাদের দক্ষতা উন্নত করা নিয়ে যৌথভাবে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান।

সম্পর্কিত পোস্ট