মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বাহরাইন প্রবাসীদের নতুন সংগঠন

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ৮:০০ অপরাহ্ণ আপডেট: ১২ মার্চ ২০২২ | ৮:০০ অপরাহ্ণ
বাহরাইন প্রবাসীদের নতুন সংগঠন

বাহরাইনে তরুণ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। ‘বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন, বাহরাইন’ নামে গঠিত এ সংগঠনের কমিটিতে নাজির আহমেদকে সভাপতি, নাঈমুর রহমান শান্তকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি দেশটির মহাররকের আল উসরা রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম নূর, সাইফ ইসলাম, হুমায়ূন কবির, জানে আলম, সজীব আল রশিদ, হামীম বশির, আলাউদ্দিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী তরুণদেরকে নিজেদের পেশাগত দায়িত্বর পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতার মানসিকতার জন্য সাধুবাদ জানান। শিক্ষিত স্মার্ট এসব তরুণ মেধাবীদের কর্মকাণ্ডে বাহরাইনে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংলাপ-১২/০৩/০০৫/আ/আ

সম্পর্কিত পোস্ট