বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন। পরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক দেওয়া বাণী পাঠ করা হয়। এসময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর উন্মুক্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ ও তিতিক্ষা, ঐন্দ্রজালিক নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনার ফসল হিসেবে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা দেন। বঙ্গবন্ধুর ছিল শিশুদের প্রতি অকৃত্রিম স্নেহ ও ভালবাসা। তিনি চাইতেন প্রতিটি শিশু বেড়ে উঠুক দেশ গড়ার স্বপ্ন নিয়ে। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর চিন্তা চেতনা, দর্শন ও আদর্শকে বুকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সব প্রবাসীদের একযোগে কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষে শিশু ও কিশোরদের মধ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারসহ সনদ তুলে দেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের এবং বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংলাপ-১৮/০৩/০১০/আ/আ