সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

বাহরাইনে স্বাধীনতা কাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশ: ২ এপ্রিল ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ
বাহরাইনে স্বাধীনতা কাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ ইয়ং অ্যাসোসিয়েশন বাহরাইন আয়োজিত স্বাধীনতা কাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৮টায় সালমাবাদের গালফ এয়ার ক্লাব মাঠে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ খেলার উদ্ভোধন করেন।

বাংলাদেশ ইয়ং অ্যাসোসিয়েশন বাহরাইন ও বাংলাদেশ ইয়ুথ ক্লাবের মধ্যকার এ খেলায় জয়ী হয় ইয়ুথ ক্লাব। ১৪ ওভারের খেলায় ইয়ং অ্যাসোসিয়েশনের দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় ইয়ুথ ক্লাব। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. আরিফ।

মো. ইফরাত সাইফ ও জানে আলমের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ং অ্যাসোসিয়েশনের সভাপতি নাজির আহমেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবির।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা বশির আহমেদ, উপদেষ্টা আব্দুল কাদের মজুমদার, ইয়ুথ ক্লাবের সভাপতি আল আমিন মোহাম্মদ।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নূর, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন এর সাধারণ সম্পাদক মো. আইনুল হক, প্রবাসী ব্যবসায়ইয়ী মো. শফিউদ্দিন (সিআইপি), ইয়ং অ্যাসোসিয়েশন বাহরাইন এর উপদেষ্টা নূর ইসলাম নূর, মো. আব্দুল শহীদ ও রফিকুল ইসলাম প্রমুখ।

খেলায় আরও উপস্থিত ছিলেন মহাররক ফ্রেন্ডস ক্লাবের চেয়ারম্যান আব্দুল হাই রিপন, বাহরাইন সিলেট বিভাগীয় জাতিয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা মতিউর রহমান চুনু, উইকেয়ারের ইউসুফ রাহিম, সিলেট বিভাগ ফুটবল ক্লাব বাহরাইন এর আহ্বায়ক রায়হান সর্দার, আব্দুল আহাদ, সিলেট বিভাগ বাহরাইন এফসি’র সভাপতি মো. শাহীন আহমেদ, সাংবাদিক সালেহ আহমেদ সাকি ও শাহীন শিকদারসহ প্রবাসীরা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রপি তুলে দেন এবং খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন।

সংলাপ-০২/০৪/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট