সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

বাহরাইনে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের ইফতার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ
বাহরাইনে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের ইফতার

বাহরাইনে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাজধানী মানামায় আল ওসরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সেলিম দড়ি। সাধারণ সম্পাদক শেখ মো. সিয়াম শাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক পিকে আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইনের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের সেক্রেটারি (৩য়) মো. তাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মো. শাহজালাল, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক আবুল হাসেম, আওয়ামী যুবলীগ বাহরাইন শাখার সভাপতি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের সাধারণ সম্পাদক আব্দুল করিম, মারুফ হোসেন চাঁন মিয়া ও আব্দুল রউফ খান।

আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সুধী সমাজের নেতারাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।

ইফতারের আগে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, রহমত, বরকত, মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমদ।

সম্পর্কিত পোস্ট