বাহরাইনে ইয়ুথ ক্লাব ক্রিকেট আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ‘বি-বাড়িয়া আাশার আলো’।খেলায় সিতরা স্ট্রাইকারকে ৩৪ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় বি-বাড়িয়া আশার আলো। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফ। টুর্নামেন্ট সেরা হন মোহাম্মদ ফায়েজ।
খেলায় বাংলাদেশী ৮টি দল অংশ গ্রহণ করে। গ্রুপ পর্বের খেলা শেষে সিতরা স্ট্রাইকার ও বি-বাড়িয়া আশার আলো ক্রিকেট ক্লাব ফাইনাল খেলায় লড়াই করেন। বাহরাইনের স্থানীয় জিদহাফস বু কোয়া খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বাহরাইনে বাংলাদেশ ইয়ুথ ক্লাব আয়োজিত বিওয়াইসি ক্রিকেট ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক প্রথম সচিব মো. মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের অবসর সময়ে খেলাধুলা খুবই প্রয়োজন। এতে তাদের স্বাস্থ্য ও মন উভয়ই প্রফুল্ল থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে খেলাধুলার আয়োজকদের সবসময় উৎসাহ দেওয়া হয়।
টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন রহমত উল্লাহ, ফয়েজ আহমেদ তপন, মহসিন খান ও রাজকুমার রাসেল। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল লিন্নাস মেডিকেল সেন্টার। খেলা পরিচালনায় ছিলেন মুস্তাফিজ মাসুম।
এতে উপস্থিত ছিলেন, বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আইনুল হক, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি আল আমিন মোহাম্মদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন, লিন্নাস মেডিকেলের মোহাম্মদ নাহিদ ও ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি নাজির আহমেদ।