বাহরাইনে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আল আমিন মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান।
সভাপতির বক্তব্যে আল আমিন মোহাম্মদ বলেন, প্রবাসীদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বাংলাদেশ ইয়ুথ ক্লাব এই কার্যক্রম শুরু করে। ভবিষ্যতে এই প্রোগ্রামের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসীদের মাঝে এই ধরনের অনুষ্ঠান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজ মাসুম ও সাংগঠনিক সম্পাদক রহমত উল্লার যৌথ সঞ্চালনায়, এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আইনুল হক, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি শাহ জালাল, বিজনেস কমিউনিটির সদস্যসচিব আলাউদ্দিন আহমেদ ও ডাক্তার রাশেদসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে তিনটি বিভাগে নয়জন বিজয়ীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। এটি ছিলো বিওয়াইসি (BYC) প্রতিভা অন্বেষণ প্রোগ্রামের ২য় কার্যক্রম।