মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী

প্রকাশ: ২৩ মার্চ ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ আপডেট: ২৩ মার্চ ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী

রাজধানীর বংশাল থানার পল্টন এলাকায় আকাশ পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন স্বপন (৪৫) নামে এক যাত্রী।

বুধবার (২৩ মার্চ) দুপুর আড়াইটায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী।

উদ্ধার করে নিয়ে আসা পথচারী রেজা ব্যাপারী বলেন, আকাশ পরিবহনের বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে বংশাল থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার পকেটে থাকা কাগজ থেকে একটি নাম্বারে যোগাযোগ করে নাম স্বপন বলে জানা যায়। ওনার প্রেসের ব্যবসা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার কাছ থেকে প্রতারক চক্রটি কি নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানতে পারিনি। তার পাকস্থলী ওয়াশ দেওয়া হচ্ছে। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত পোস্ট