প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৮:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৮:৫৩ অপরাহ্ণ
মিউনিখে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল (৫৭) বার্লিন ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। শিব শংকর ৪২.১৯৫ কিলোমিটারের ম্যারাথনে ৩ ঘণ্টা ৪১ মিনিটে সম্পন্ন করেন।
জানা গেছে, শিব শংকর পালের ১১৮তম ম্যারাথন এটি। বিশ্বের যে কোন দেশেই তিনি ম্যারাথনে দৌড়ে অংশগ্রহণ করে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকাকে তুলে ধরেন। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে তিনি ম্যারাথন অংশ নিয়েছেন শিব শংকর।
প্রতিবারের মতো এবারও বার্লিনে উৎসবমুখর পরিবেশে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। রোববার (২৫ সেপ্টেম্বর) এ বছরের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে উপস্থিত ছিলেন বাংলাদেশি রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। তাকে পেয়ে বেশ অভিভূত শিব শংকর।
রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এই বয়সেও শিব শংকরের ধৈর্য ও একাগ্রতা দেখে আমি সত্যিই মুগ্ধ।