লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে তৃতীয়বার নির্বাহী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। এর আগেও দুই বার তিনি মেয়র নির্বাচিত হন। এইবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লেবার পার্টির জন বিগসের চেয়ে ৭ হাজার ৩১৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
ভোট গণনার প্রথম রাউন্ডে লেবার পার্টির প্রার্থী জন বিগস ভোট পান ২৭ হাজার ৮৯৪ ভোট। এ্যাস্পায়ার দলের প্রধান লুৎফুর রহমান পান ৩৯ হাজার ৫৩৩ ভোট। দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষে লুৎফুর রহমান মোট ভোট পান ৪০ হাজার ৮০৪টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জন বিগস পান ৩৩ হাজার ৪৮৭টি ভোট।
প্রসঙ্গত: লুৎফুর রহমান ২০১০ সালে সর্বপ্রথম মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে নির্বাহী মেয়র হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। তখন বিভিন্ন অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল এবং কোর্টের নির্দেশনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ক্ষমতাও হারিয়েছিলেন। পরবর্তীতে লুৎফুর রহমানের বিরুদ্ধে আনা সব অভিযোগ খন্ডন হওয়ায় এবং কোর্ট নির্দেশনা শেষ হওয়ার পর তিনি এবার প্রতিদ্বন্দ্বীতায় নেমে বড় ব্যবধানে জয় পেলেন।