
কাস্টমস কর্মরত বাবা অবসরে যাওয়ার পর সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাংবাদিক সোহানা পারভীন তুলি। সেই সঙ্গে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছোট ভাই মোহাইমিনুল ইসলামের পড়াশোনা চালাতেও সাহায্য করতেন তুলি।
দুই ভাই-বোনের মধ্যে তুলি বাবা-মার বড় সন্তান। শুধু আর্থিকভাবে নয় পরিবারের ভালো মন্দসহ সব কিছুর দায়িত্ব ছিল তুলির ওপর।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করা তুলি সাংবাদিক হিসেবে দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করছেন। সর্বশেষ ২০২১ সালে তুলি অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের চাকরি ছাড়েন। এরপর কিছু দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।
হঠাৎ করে তুলির এই চলে যাওয়ায় ছন্দপতন হয়েছে পরিবারটির। তুলির মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছে তার পরিবার। তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে তার বাবা-মা যশোরের গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। আর ছোট ভাই মোহাইমিনুল মাথার ওপর ছাদের মতো বড় বোন হারিয়ে দিশাহারা। কোনোভাবেই যেন এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না তুলির পরিবার।
এ বিষয়ে তুলির ছোট ভাই মোহাইমিনুল ইসলাম বলেন, তুলি আপু আমার মাথার ওপর ছাদের মতো ছিলেন। বাবা অবসরের যাওয়ার পর আপুই সংসারের হাল ধরেছিলেন। আমার পড়াশোনার খরচেও সহযোগিতা করতেন। তার এভাবে চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারছি না। তার এমন পরিণতি দেখে মা বাবা অসুস্থ হয়ে পড়েছেন। আপুর সঙ্গে যখন আমার শেষ কথা হয় তখন বলেছিল, ছুটি পেলে বাবা মাকে দেখতে যশোর যাবেন। কিন্তু আপুর আর জীবিত অবস্থায় যশোর যাওয়া হল না। লাশ হয়ে যশোর গিয়েছেন।
মোহাইমিনুল আরও বলেন, আপুর দাফন যশোরে শেষ হয়েছে। আমরা নানাভাবে শুনতেছি তুলি আপু আত্মহত্যা করেছেন। আপু যদি আত্মহত্যা করেই থাকেন তাহলে আমরা জানতে চাই এর পেছনে কারো প্ররোচনা আছে কি না। কেন না একজন মানুষ তো এমনি এমনি আত্মহত্যা করতে পারে না।
এদিকে রায়েরবাজারের মিতালী রোডে ভাড়া বাসায় সাংবাদিক সোহানা পারভীন তুলির মরদেহ উদ্ধারের তৃতীয় দিন পার হয়ে গেলে আজ। এখনো প্রাথমিকভাবে পুলিশের ধারণা তুলি আত্মহত্যা করেছেন। আর যদি তুলি আত্মহত্যাই করে থাকেন তাহলে এতে কারো প্ররোচনা আছে কি না তদন্ত করে দেখছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশের তদন্ত এখন পর্যন্ত এক জাগায়ই থেমে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার পেছনে তুলির কাছের কারও প্ররোচনা আছে কি না সেটা এখন তদন্ত করছে পুলিশ। এক্ষেত্রে তুলির মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করছে পুলিশ। এছাড়া মোবাইল ফোনের ফরেনসিকও করা হচ্ছে।
আরও জানা যায়, সাংবাদিক তুলির মরদেহ উদ্ধারের হওয়ার পর পুলিশের কাছে অনেক তথ্য এসেছে। যা এখন যাচাই-বাছাই করছে। তবে তুলি হত্যা করা হয়ে থাকতে পারে এমন কোনো তথ্য পুলিশের হাতে এখনো আসেনি। তথ্য না থাকলেও সম্ভাব্য সব বিষয়কে সামনে রেখেই পুলিশ তদন্ত করে যাচ্ছে।
অন্যদিকে তুলির মৃত্যু আসলে কিভাবে অথবা কি কারণে হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ভিসেরা নমুনার রাসায়নিক পরীক্ষার ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা করছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তুলি আত্মহত্যা করে থাকতে পারেন। আর এটি নিশ্চিত হওয়ার জন্য মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছি। আগামীকাল ফরেনসিক প্রতিবেদন পেতে পারি। তবে তুলি আত্মহত্যা করে থাকলে এর পেছনে কারও প্ররোচনা আছে কি না তা আমরা জানার চেষ্টা করছি। আমরা বিভিন্ন তথ্য পেয়েছি, এসব তথ্যের আলোকে আমাদের তদন্ত চলছে।