সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

বাফুফের তদন্ত অভিযান শুরু

প্রকাশ: ৭ মে ২০২৩ | ৮:৪৫ অপরাহ্ণ আপডেট: ৭ মে ২০২৩ | ৮:৪৫ অপরাহ্ণ
বাফুফের তদন্ত অভিযান শুরু

জাতীয় দল কমিটির সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরই তদন্ত কমিটির সভা। এই সভা চলছে দুই ঘন্টার বেশি সময়। আজকের সভার পর থেকে ত্রিশ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদান করতে হবে।

আজ প্রথম সভার পর তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করি। সামনে আরো কয়েকটি সভা অনুষ্ঠিত হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের (মিডিয়ায়) বলা যাবে না, আবার মাঝে মধ্যে আপনাদের অবহিত করব।’

ফিফা ২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত করেছে। সেই তদন্তে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে। বাফুফের তদন্ত কমিটি সেই রিপোর্টের আলোকেই কাজ করবে। ফিফার রিপোর্টকে ভিত্তি ধরে কাজ হবে। সেই রিপোর্টে যাদের নাম এসেছে তাদের তলব করা হবে সামনের সভাগুলোতে।সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে তদন্তের কাজে ডাকা হবে না বলে জানান কাজী নাবিল, ‘তাকে আমরা ডাকব না। তার ব্যাপারে ফিফা ও বাফুফের বোর্ড উভয় সিদ্ধান্ত নিয়েছে’।

যারা অভিযুক্ত তাদের তদন্তকালীন সময় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়ার কথা একবার শোনা গিয়েছিল। তবে আজকের সভা শেষে তদন্ত কমিটির আহ্ববায়ক বলেন, ‘সামনে তাদের ডাকা হবে এরপর আমরা সিদ্ধান্ত নেব তারা দায়িত্বরত থাকবে না তদন্ত অবস্থায় অব্যাহতি প্রদান করা হবে।’

ফিফা সোহাগকে মূলত চারটি বিষয়ের জন্য অভিযুক্ত করেছে। সেই চারটি বিষয়ের মধ্যে দু’টি বিষয় জাতীয় দল সংক্রান্ত। বিমান টিকিট ক্রয় ও জার্সি কেনা। তদন্ত কমিটির আহ্ববায়ক কাজী নাবিল জাতীয় দল কমিটিরও চেয়ার

সম্পর্কিত পোস্ট