বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলায় লেখা হলো লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম

প্রকাশ: ১১ মার্চ ২০২২ | ৭:৪০ অপরাহ্ণ আপডেট: ১১ মার্চ ২০২২ | ৭:৫৬ অপরাহ্ণ
বাংলায় লেখা হলো লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম

ব্রিটেনের ব্যস্ততম রেলস্টেশনের মধ্যে অন্যতম পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রেলস্টেশন। সম্প্রতি এ স্টেশনের নাম লেখা হয়েছে বাংলা বর্ণমালায়। বলা হচ্ছে এটি ব্রিটেনের বাঙালি কমিউনিটির একটি বিরাট অর্জন।

ট্রান্সপোর্ট ফর লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্থিক সহযোগিতায় স্টেশনটিতে বাংলায় নাম লেখা হয়েছে। ১৮৭৬ সালে নির্মিত বর্তমানে আধুনিকায়ন করা এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। ফলে স্টেশনের নাম বাংলা ভাষায় হওয়ায় বাংলা ভাষার সম্মানে আরও একটি মাত্রা যোগ হলো। পরিচিতি পেলো একটি উন্নত বহুজাতিক পরিমণ্ডলে।

বাংলাদেশি কমিউনিটির এ অর্জনের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি এরা হলেন মেয়র অব লন্ডন সাদেক খান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস ও গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উন্মেষ দেশাই উল্লেখযোগ্য। এছাড়াও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলররা এবং কমিউনটির নেতারাসহ সবার প্রচেষ্টার ফলে স্টেশনের নাম বাংলায় লেখা সম্ভব হয়েছে।

এ সফলতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস লন্ডনের মেয়র, সকল কাউন্সিলর ও কমিউনিটির নেতদেরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

সংলাপ-১১/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট