মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ সফরে ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলবে ভারত

প্রকাশ: ৬ মার্চ ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ আপডেট: ৬ মার্চ ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ সফরে ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলবে ভারত

বাংলাদেশ জাতীয় দলের ২০২২ সালটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। সদ্য শেষ হলো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ।

এরই মধ্যে জানা গেলো দক্ষিণ আফ্রিকা সিরিজের দামামা। কিছুদিন পর জাতীয় দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ অংশ নেমে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজে।

এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়েই নতুন তথ্য মিললো আজ। তথ্য দিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার দুপুরে স্থানীয় এক হোটেলে বিসিবির নতুন মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর ইসলাম টিটুর দেয়া মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জালাল ইউনুস বলেন, ‘আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুই টেস্টের সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে।’

জালাল যোগ করেন, ‘বিষয়টা একদম শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাতে রাজি হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।’

সিরিজের সময়কাল নভেম্বর হলেও এখনো দিন-তারিখ ঠিক হয়নি। টেস্ট আগে না ওয়ানডে আগে এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে – তাও এখনো চূড়ান্ত হয়নি।

সংলাপ ০৬/০৩/০১১ আজিজ

সম্পর্কিত পোস্ট