
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান শাখার নতুন কমিটি গত রোববার (২২ মে) আমিরাতের জাদিদ স্পাইসি হাউস রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শুরুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সভাপতি সিআইপি মুহাম্মদ মাহাতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, আবুল কালাম সিআইপি, জাকির হোসেন সিআইপি, মাহমুদুল হাসান, মুহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও মুহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ শাহেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ হারুনুর রশিদ, সিমা ইসহাক, আবুল কালাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাজী মারুফ, মজিবুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ বাহাদুর, ব্যবসায়ী মুহাম্মদ আলতাফ হোসেন, মুহাম্মদ জাহিদুল ইসলাম, মুহাম্মদ মাসুম বিল্লাহ, মনির খান শোবন, শামিম আহমেদ, মুহাম্মদ মহিউদ্দিন, সবুজ মিয়া, মোহাম্মদ মিলন, মোহাম্মদ সুমন আহমেদ, মোহাম্মদ নাসির, মনিরুজ্জামান, মুহাম্মদ সবুজ, মোহাম্মদ রাশেদ, মিসেস আমেনা বেগম, গাজী সালমা প্রমুখ।
আলোচনা শেষে জিল্লুর রহমানকে আহবায়ক ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান শাখা গঠন করা হয়।