দুবাই এক্সপো ২০২০ এর বাংলাদেশ প্যাভিলিয়নে এক বাণিজ্যিক সেমিনারে সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার ( ১৭ নভেম্বর) অনুষ্ঠিত সেমিনারে প্রতিমন্ত্রী বাংলাদেশে তৈরি ক্ষুদ্র প্রযুক্তিগুলো বিশ্বব্যাপী জনকল্যাণে বিপ্লব ঘটাবে বলেও আশা প্রকাশ করেন।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে এটুআই ইনোভেশন ল্যাব। সেমিনারে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার ও উন্নয়নশীল বিশ্বের অন্যান্য দেশগুলো কিভাবে অবকাঠামো, শিল্প ও তৃণমূল উদ্ভাবকদের একত্রিত করছে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলোর সমাধানের জন্য প্রযুক্তির ব্যবহার করছে সে সম্পর্কে মত প্রকাশ করেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের ভিশন প্রসঙ্গেও বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারের সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ফারুক, আহমেদ জুয়েল, অনির চৌধুরী প্রমুখ।