বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশ টাইগার্সের প্রথম স্কোয়াড ঘোষণা বিসিবির

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১:১৭ অপরাহ্ণ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১:১৭ অপরাহ্ণ
বাংলাদেশ টাইগার্সের প্রথম স্কোয়াড ঘোষণা বিসিবির

বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ২৩ সদস্যকে নিয়ে ক্যাম্প হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। এবার প্রোগ্রাম চলবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। দলের সঙ্গে টেস্ট দলের কেউ ফ্রি থাকলে তারাও যোগ দিতে পারবে।

২০ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :

মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সম্পর্কিত পোস্ট