প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে শক্তিশালী করার আহবান জানান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজমান শাখার অভিষেক অনুষ্ঠান নেতারা এই আহবান জানান।
দেশটির আজমান আল জুরা হোটেলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে নেতারা বলেন, দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজমান স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এনাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আজমান বিএনপির সভাপতি মোঃ শাহিনুর শাহিন।
বক্তব্য রাখেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, আমিরাত বিএনপির মহিলা সম্পাদিকা সামছুর নাহার স্বপ্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শারজাহ বিএনপির সহ সভাপতি মোঃ হারুন উর রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজমান বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সজিব খাঁন, আজমান বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ইউনুস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শারজাহ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ আহম্মেদ শাহীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজমান বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সবুজ প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।