
প্রতিভাবান বাংলাদেশি তরুণদের খুঁজে বের করতে ‘বাহরাইন ইয়ুথ ক্লাব প্রতিভা অন্বেষণ’ এর মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। জুফেইয়ের ‘দ্য স্পট রেসিডেন্সে’ ফটো কনটেস্টে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
মুস্তাফিজ মাসুম ও রহমত উল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার জুবায়ের শাহীন। সংগঠনের সভাপতি আল আমিন মোহাম্মদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়ান মানির কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু।
এছাড়া বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ, সামাজিক সংগঠন উইকেয়ারের ফাউন্ডার সবুজ মিলন উপস্থিত ছিলেন। কনটেস্টে দুটি ক্যাটাগরিতে ৬ জন বিজয়ী হন। দর্শকদের ভোটে ১ম স্থান অর্জন করেন তোফায়েল আহমেদ রায়হান, ২য় ফারারি আহমেদ রাজু ও ৩য় মাফিকুল ইসলাম মারুফ।
বেস্ট পিকচার বাহরাইন ইয়ুথ ক্লাবের অ্যাডমিনস্ চয়েজ ক্যাটাগরিতে নির্বাচিত হন রেদওয়ান আহমেদ, হুজ্জাত রাহাত ও সুমাইয়া আজাদ। বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
সংলাপ-১৪/০৩/০১১/আ/আ