শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবে রেকর্ড মৃত্যুর আশঙ্কা—রয়টার্স

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ৫:২১ অপরাহ্ণ আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ৫:২১ অপরাহ্ণ
বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবে রেকর্ড মৃত্যুর আশঙ্কা—রয়টার্স

বাংলাদেশে চলতি বর্ষা মৌসুমে ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ছে, মশাবাহিত রোগের ফলে পরপর দ্বিতীয় বছরে রেকর্ড সংখ্যক মৃত্যু ও সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ৬৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এছাড়া একই সময়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। এবং ৩৭ হাজারের এরও বেশি ভাইরাসে সংক্রামিত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, বিশেষ করে ঢাকার হাসপাতালগুলোতে প্রচণ্ড জ্বর, জয়েন্টে ব্যথা এবং বমিতে আক্রান্ত রোগীদের জায়গা খুঁজে পেতে লড়াই করতে হয়েছে।

সম্পর্কিত পোস্ট