মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বাংলাদেশের জিডিপি বিস্ময়কর: চীনা রাষ্ট্রদূত

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:৩৮ অপরাহ্ণ আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:৩৮ অপরাহ্ণ
বাংলাদেশের জিডিপি বিস্ময়কর: চীনা রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক সংকটের ভেতরেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিকে বিস্ময়কর হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দুই দেশের চলমান সহযোগিতা ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, এ বছর চীনের অর্থায়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প শেষ হতে যাচ্ছে। সামনে আরও কয়েকটি মেগা প্রকল্প আসছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। 

রাষ্ট্রদূত বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে আমরাও থাকতে চাই। আমরা ভবিষ্যতে আরও বাংলাদেশের জিডিপি মেগা প্রজেক্ট নিয়ে কাজ করব। ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে এখন আমরা আইটি ও নবায়নযোগ্য শক্তির দিকে নজর দিচ্ছি।’

অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চালুর বিষয়ে আলাপ চলছে। এ বিষয়ে চলতি বছরই ঘোষণা আসতে পারে। 

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এটি একটি জটিল সমস্যা যা ৬ বছর বছর ধরে ঝুলে আছে। এর সঙ্গে অনেক পক্ষ জড়িত। চীন এর মধ্যস্থতার চেষ্টা করছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকায় নিযুক্ত হওয়ার পর সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন রাষ্ট্রদূত। উভয়ের বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগের মাধ্যমে বন্ধুত্বকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। চীনের কাছ থেকে অনেক বিষয়ে শিক্ষণীয় আছে। 

সম্পর্কিত পোস্ট