বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশি তরুণীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন সিডনিতে

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৪:৪৬ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশি তরুণীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন সিডনিতে

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি তরুণীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ও সর্বস্তরের সিডনি প্রবাসীরা। ২৬ মার্চ দুপুরে সুলতানা আক্তার ময়নার ব্যবস্থাপনায় সিডনির ল্যাকাম্বায় রেলওয়ে প্যারেডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার আহবান জানান।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনির একটি অ্যাপার্টমেন্টের বাথটাব থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াতের (১৯) মৃতদেহ।

জানা গেছে, পাকিস্তানি বংশোদ্ভূত ২১ বছর বয়সী মিরাজ জাফর নৃশংসভাবে হত্যার পর খুনের আলামত ধ্বংস করতে আরনিমার মৃতদেহটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছিল। যার ফলে আরনিমার সমস্ত শরীর ঝলসে যায়।

আরনিমার বাবা-মা আবু হায়াত (৪১) ও মাহাফুজা আক্তার (৩৯) মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ। তার মৃত্যুর পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

সংলাপ-২৭/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট