বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ গোলাম মাওলা টিপু ইতালির পার্লামেন্ট নির্বাচনে উচ্চ কক্ষের প্রার্থী হিসেবে লড়বেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাত্ত্বেও রেনজির ‘জিওনে ইতালিয়া ভিভা’ দল থেকে মনোনয়ন পান তিনি। এ উপলক্ষ্যে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাকে মূলধারার রাজনৈতিক দল আজিওনি ইতালিয়া ভিভা’র উচ্চকক্ষ সিনেটের একজন প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।
টিপু সংখ্যালঘুদের অধিকার ও প্রতিরক্ষার জন্য কাজ করার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে টিপু বলেন, একজন বাংলাদেশি হিসেবে ইতালির জাতীয় নির্বাচনে সিনেটর হিসেবে জয়ী হতে পারলে দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। সেইসঙ্গে ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও সংখ্যালঘুদের সমস্যা ও দাবি ইতালির পার্লামেন্টে তুলে ধরতে পারবো’।
এসময় ‘জিওনে ইতালিয়া ভিভা’র নেতাকর্মীরা বলেন, ‘আমরা বিশ্বের অন্যান্য দেশে ইতালিয়ান সংস্কৃতি ও ভাষা তুলে ধরতে চাই। এজন্য অন্যান্য দেশের বংশোদ্ভূত নতুনদের ভূমিকা অনেক গুরুত্ব বহন করবে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই’।
আগামী ২৫ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। প্রবাসীদের জন্য বরাদ্দ এই আসনটিতে ইতালি ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করা ইতালি প্রবাসী নাগরিকরা ভোট দিতে পারবেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকেই ডাকযোগে ইউরোপের অন্যান্য দেশে পাঠানো হবে ব্যালট পেপার।
টিপুর দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। তিনি ১৮ বছর ধরে ইতালি রোম ও ভিসেন্সায় বসবাস করেছেন। দেশটির ট্রেড ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কাজ করছেন দীর্ঘ ১২ বছর। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন।