বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি স্থগিত লেবাননে

প্রকাশ: ৩ মার্চ ২০২২ | ১:১৬ অপরাহ্ণ আপডেট: ৩ মার্চ ২০২২ | ১:১৬ অপরাহ্ণ
বাংলাদেশিদের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি স্থগিত লেবাননে

লেবাননে ‘স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি’র আওতায় কাগজপত্রবিহীনদের নাম নিবন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ৪ এপ্রিল থেকে পুনরায় এ কর্মসূচি শুরু হবে। এক মাসের জন্য এ কর্মসূচি স্থগিত ঘোষণা করে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির (২০২১-২২) আওতায় যেসব বাংলাদেশি এখন পর্যন্ত নাম নিবন্ধন করেছেন, তাদের নিজ দেশে পাঠানোর কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচির আওতায় নতুন করে বাংলাদেশিদের নাম নিবন্ধন করা হবে না। এ প্রক্রিয়া আগামী ১ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় আগামী ১২ ও ১৯ মার্চ কুয়েত এয়ারলাইন্সের ২টি ফ্লাইটে আরও ১১৯ জন বাংলাদেশি দেশে ফিরে যাবে। লেবাননে দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক মন্দায় গত ২ বছরে দূতাবাসের এ কর্মসূচির আওতায় প্রায় ১৪ হাজার বাংলাদেশি দেশে ফিরেছে বলে দূতাবাস জানায়।

সংলাপ ০৩/০৩/০০৫ আজিজ

সম্পর্কিত পোস্ট