শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছে পোল্যান্ড : বাংলাদেশ দূতাবাস

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:১০ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:১০ অপরাহ্ণ
বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছে পোল্যান্ড : বাংলাদেশ দূতাবাস

ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করা বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের জন্য থাকার ব্যবস্থা করেছে মর্মে দূতাবাস সবাইকে যোগাযোগের অনুরোধ করেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় বলা হয়, পোলান্ডের বাংলাদেশ দূতাবাস ইউক্রেন থেকে আগত বাংলাদেশিদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছে। আগ্রহীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

শনিবার গণমাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের দেওয়া বার্তা অনুযায়ী, ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করা ২৪ বাংলাদেশিকে হেফাজতে নিয়েছে দূতাবাস। তবে এখন অবধি ইউক্রেন থেকে পোল্যান্ড ও রোমানিয়া সীমান্ত দিয়ে ২০০ জনের মতো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস দেশটির দেখভাল করে। দূতাবাসের কাছে সঠিক তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে, ইউক্রেনে প্রায় দেড় হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন।

সংলাপ ২৭/০২/০৮ আজিজ

সম্পর্কিত পোস্ট