তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়ে উঠেছে ভারত। ঈশান কিষানের দ্বিশতক আর বিরাট কোহলির শতকে ৮ উইকেটে ৪০৯ রান করে ভারত।
প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার পালা বাংলাওয়াশ। আর প্রথমবারের মতো ভারতকে ওয়াইট ওয়াশ করতে হলে রেকর্ড গড়তে হবে টাইগারদের। এর আগে ওয়ানডেতে ৪০০ বা তারচেয়ে বেশি রান তাড়া করে জয়ের ঘটনা মাত্র একটি। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুটা ভালোই হয়েছিল টাইগারদের। ব্যক্তিগত ৩ রানে ওপেনার শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শট মিড উইকেটে ক্যাচ তুলে ছিলেন বিরাট কোহলি। কিন্তু সহজতম ক্যাচ ফেলে দেন অধিনায়ক লিটন দাস।
এরপর শুরু হয় ঈশান কিষান ও বিরাট কোহলি জুটির তাণ্ডব। ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন ঈশান। ৮৫ বলে ১৪টি চার ও দুটি ছক্কার শতকটাকে ঈশান দ্বিশতকে নিয়ে যান। পরে ১৩১ বলে ২১০ রান করে তাসকিনের বলে লিটনের হাত ধরা পড়েন তিনি। তার ইনিংসে ২৪ চার ও ১০ ছক্কার মার ছিল।
সাজঘরে ফেরার আগে কোহলির সঙ্গে ২৯০ রানের জুটি গড়েন ঈশান। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এরপর প্রায় সাড়ে তিন বছর পর ওয়ানডেতে শতকের দেখা পান বিরাট কোহলি। ৮৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম শতক তুলে নেন তিনি। ১১৩ রানে তাকে থামান সাকিব আল হাসান।
এর আগে শ্রেয়াস আইয়ার (৩) এবং ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে (৮) সাজঘরে ফেরান এবাদত হোসেন।