গ্ল্যামার জগতের অন্যতম নাম পরী। সম্প্রতি এই নামটি এত বিখ্যাত হয়েছে যে, পরী বললে পরীমনির নাম এসে যায়! তবে হ্যাঁ এখন পরীমনি নয়, দুবাইতে একটি বহুজাতিক কোম্পানির ডিজে শো মাতানোর জন্য সংযুক্ত আরব আমিরাত এসেছেন বাংলাদেশের বিখ্যাত ডিজে শিল্পী ডিজে পরী।
আগামী ২০ অক্টোবর পর্যন্ত পরী দুবাইয়ে কয়েকটি ডিজে প্রোগ্রামে অংশগ্রহণের কথা রয়েছে।
নিজের ক্যারিয়ারের নানাদিক নিয়ে ডিজে পরী কথা বলেন আমিরাতের জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল ‘সময়ের সংলাপ’ এর সাথে। বললেন বাংলাদেশের জনপ্রিয় ও মাটির গানগুলোকে আধুনিক মিউজিকে ডিজিটাল ধারায় রূপান্তর করে তা দেশ-বিদেশে ছড়িয়ে দেয়ার কথা।
দেশে ইতিমধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। ঢাকার অসংখ্য কর্পোরেট প্রোগ্রামে পরী হচ্ছে এখন পছন্দের সেরা ডিজে। বিপিএল, বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টসহ অসংখ্য বড় প্রোগ্রামগুলো দেশীয় ধাঁচে আধুনিক করে তুলেছেন পরী। স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ের বড় আয়োজনগুলোতেও পরীর আধিপত্য রয়েছে ব্যাপক। বর্তমানে দেশীয় গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতে দেশের জনপ্রিয় গানগুলো শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করেছেন বলে জানান তিনি।
পরীর আসল নাম নায়মা হোসেন পরী। বাবা এস এম মোশাররফ হোসেন। মা আফরোজা মোশাররফ। ৫ ভাইবোনের মধ্যে পরী দ্বিতীয়। গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হলেও তার বসবাস ঢাকায়।
২০১২ সালে পরী মিউজিক নিয়ে কাজ শুরু করে। তখন সে মাত্র এইচএসসির ছাত্রী। ছোটবেলা থেকে মিউজিকের প্রতি প্রবল আগ্রহ থাকায় মা বাবার সমর্থনে পরী আজ এতদূর। ইতিমধ্যে ঢাকা সিটি কলেজ থেকে মার্কেটিংয়ের উপর অনার্স শেষ করেছে সে। আলাপকালে মিউজিকের উপর নিজের পড়ালেখার আগ্রহের কথাও জানায় সে। পাশাপাশি একটি মিউজিক স্কুল খোলার ইচ্ছে তার।
পরীর ডিজে গ্রুপের নাম ব্লাকস্টার। তার সাথে এই গ্রুপে আরও কাজ করছেন ডিজে জাহিদুল হাসান সাকিব, ডিজে সওকত হোসেন বিজয়। দুবাইয়ের অনুষ্ঠান শেষে পরী ২১ অক্টোবর দেশে ফেরার কথা।