বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বন্যা : বাংলাদেশ সেন্টার লন্ডন দিল ১০ হাজার পাউন্ড

প্রকাশ: ২৮ জুন ২০২২ | ১১:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৮ জুন ২০২২ | ১১:৫৯ অপরাহ্ণ
বন্যা : বাংলাদেশ সেন্টার লন্ডন দিল ১০ হাজার পাউন্ড

সিলেটের বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম ও সেন্টারের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোমবার রাতে লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের হাতে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার পাউন্ডের অনুদানের একটি চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেন্টার লন্ডনের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি কমিটির আহবায়ক আলী বেবুল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় সেন্টারের ব্যবস্থাপনা পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন, চিফ ট্রেজারার মামুন রশীদ, যুগ্ম ট্রেজারার শিব্বির আহমদ, দিলওয়ার হোসেন, জাকির হোসেন ও প্রধান নির্বাহী এস এম মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত পোস্ট