শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

বন্যা থেকে বাঁচতে গিয়ে ৭৬ প্রাণহানি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ৪:১৮ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ৪:৪৬ অপরাহ্ণ
বন্যা থেকে বাঁচতে গিয়ে ৭৬ প্রাণহানি

নাইজেরিয়ায় মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ৭৬ জন মারা গেছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বন্যা থেকে বাঁচতে তারা যখন একটি নিরাপদ স্থানে যাচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে।

গত শুক্রবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রার ওগবারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ১০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে তথ্যটি জানায় বিবিসি।

জানা যায়, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিজেদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নৌকায় উঠেছিলেন তারা।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি দুর্ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে জরুরি পরিষেবাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট