রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বদলে যাচ্ছে আইপিএলের ফরম্যাট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ
<a>বদলে যাচ্ছে আইপিএলের ফরম্যাট</a>

বদলে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলের)। ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন ফরম্যাটে।

এতে ৫টি করে ১০ দলকে ভাগ করা হয়েছে দুটো গ্রুপে।

এতে প্রত্যেক দল নিজের গ্রুপের চার দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপিংয়ের সময় অন্য গ্রুপে নিজেদের সঙ্গে একই রেখায় থাকা দলটির সঙ্গেও দুটো ম্যাচ খেলবে দলগুলো। এক্ষেত্রে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে একই রেখায় আছে বি গ্রুপে থাকা পাঞ্জাব কিংস।

অন্য গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। সব মিলিয়ে গ্রুপ পর্বে প্রতিটি দলের খেলার সংখ্যা দাঁড়াবে ১৪-তে।

মোস্তাফিজের দল দিল্লি আছে ‘এ’ গ্রপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, তার সাবেক দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টস। আইপিএলের ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এবারই অবশ্য প্রথম নয়। এর আগে ২০১১ সালে ছিল দশ দলের আইপিএল। ২৬ মার্চ থেকে শুরু হয়ে ২৯ মে ফাইনালের মাধ্যমে শেষ হবে এইবারের আসরের আইপিএল।

সম্পর্কিত পোস্ট