প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ৩:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ৩:৫৯ অপরাহ্ণ

ফেসবুকের নাম পরিবর্তনের গুঞ্জন উঠলেও পরিবর্তন হয়নি আমাদের ব্যবহৃত সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুকের না। পূর্বের নামেই বহাল রয়েছে ফেসবুক। তবে ফেসবুকের করপোরেট নামে পরিবর্তন এসেছে। কর্পোরেট নাম পরিবর্তনের এই ঘোষণা মার্ক জাকারবার্গ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সম্মেলনে। নতুন নামটি তাঁদের মেটাভার্স তৈরির লক্ষ্যের প্রতিফলন, মূল সামাজিক যোগাযোগমাধ্যম সেবার নয় বলে জানান। সে সময় তিনি বলেন, ‘এখন আমাদের ব্র্যান্ড কেবল একটি পণ্যের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত যে তা হয়তো আমরা এখন যা করছি, তারই পুরোটা উপস্থাপন করতে পারছে না, ভবিষ্যতের কথা বাদই দিলাম।’