শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৬ এপ্রিল ২০২২ | ৪:১৮ অপরাহ্ণ আপডেট: ৬ এপ্রিল ২০২২ | ৪:১৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরতের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র আগে রাশেদ চৌধুরীকে ফেরত দিতে রাজি হয়েছিল, কিন্তু পরে সেটি বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আগে একবার ঠিক হয়েছিল তাকে পাঠানো হবে। কিন্তু পাঠানো হয়নি। এই প্রক্রিয়াটি দ্রুত শেষ করা উচিত।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো একটি গেম চেঞ্জার হবে বলে ব্লিংকেনকে জানিয়েছেন মোমেন। তিনি বলেন, একজন খুনিকে আশ্রয় দেওয়া আমেরিকান জনগণ পছন্দ করবে না। এটি আপনারা চিন্তা করতে পারেন।

রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হলেও এ পর্যন্ত তারা ইতিবাচক সাড়া দেয়নি। দুই মন্ত্রীর বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচল, রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির বিষয় নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে প্রায় ১৭ শতাংশ শুল্ক দিতে হয়। এটি প্রত্যাহার করা হলে মার্কিন জনগণ উপকৃত হবে, যার প্রভাব তাদের নির্বাচনের ওপর পড়বে।

সংলাপ-০৬/০৪/০০৫/আ/আ

সম্পর্কিত পোস্ট