প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১:২৭ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১:২৯ অপরাহ্ণ
অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়িয়ে ১৭ মার্চ করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এই বইমেলার সময় বাড়ানোর কথা জানিয়েছেন।
আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান প্রথম আলোকে এই সিদ্ধান্তের কথা জানান।
করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের প্রভাবে অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারির শুরুতে না হয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মেলার সময় বাড়ানোর কথাও তখন বলা হয়।
এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এবার সে দিনটিতেই বইমেলা শেষ হবে।
সংলাপ/২৭/০২/০০১/আজমল