বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ৮ নভেম্বর ২০২১ | ২:৪৪ অপরাহ্ণ আপডেট: ৮ নভেম্বর ২০২১ | ২:৪৭ অপরাহ্ণ
ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফরাস‌ি সরকারের আমন্ত্রণে আনুষ্ঠানিক সফরে ফ্রান্সে যাচ্ছেন শেখ হাসিনা। নানা কারণে এবারে তার এ সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ২২ বছর পর ফ্রান্স সফরে যাচ্ছেন তিনি। আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) ফ্রান্সে যাবেন তিনি। এই সফরে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ ও প্রথম ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু পুরস্কার’ নিজ হাতে বিজয়ীদের তুলে দেওয়ারও কথা রয়েছে। এদিকে তার এ আগমনকে কেন্দ্র করে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস ও‌‌ আনন্দ বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট