ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় ও সাধারণ সম্পাদক নয়ন মামুনের সভাপতিত্বে অভারভিলিয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, প্যারিস যুব কাউন্সিলর নয়ন এনকে, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহির, বাংলা অটো ইকোলপরিচালক হোসেন মোহাম্মদ, ফেনী সমিতির সভাপতি খান বাবু, সর্ব ইউরোপিয়ান জাতীয়তাবাদী যুব’ ফোরামের আহবায়ক মিল্টন সরকার, যুগ্ম আহবায়ক আবু বকর, কাজী তুহিন রেজা ,বাংলাদেশ ফার্নিচার স্বত্বাধিকারী মিয়া মাসুদ, ইউরোপিয়ান ভয়েজ চেয়ারম্যান জাবেদ আহমেদ, যুবলীগ নেতা কামরুল হাসান সেলিম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মো. মোস্তাফা, আশিক আহমেদ উল্লাস প্রমুখ।
ইফতার পূর্বমুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উন্মার সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংঘঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।