শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশিদের মিলনমেলা

প্রকাশ: ৬ আগস্ট ২০২২ | ৮:১৬ অপরাহ্ণ আপডেট: ৬ আগস্ট ২০২২ | ৮:১৬ অপরাহ্ণ
ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশিদের মিলনমেলা

জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের মিলনমেলা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি পার্কে অনুষ্ঠিত মিলনমেলায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

জার্মান মুসলিম কমিউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও খালেদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, শহীদ উল্লাহ, নুরুল ইসলামসহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিয়ে কুরআন তেলোয়াত, ইসলামী গান ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া বড়দের জন্য বেলুন খেলা, চকলেট খেলা, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল অনুষ্ঠানে। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠন এবং কমিউনিটির নেতারা।

আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে সুন্দর ও সুস্থধারার বাংলা সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট