আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের বাছাই পর্বে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‘এ’ গ্রুপে জ্যোতি-জাহানারাদের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। যাদের বিপক্ষে এর আগে খুব একটা ম্যাচ খেলা হয়নি লাল-সবুজের। তবে প্রতিপক্ষ যেমনই হোক, ফেভারিট দল হিসেবেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে দলের এমন লক্ষ্যের কথা জানান তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথমত বলব যে আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে, আমাদের প্রথম উদ্দেশ্যে থাকবে কোয়ালিফাই করা।’
গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সবসময় মূল পর্বে আইরিশদের বিপক্ষে খেলার সুযোগ হয় বাংলাদেশের। তবে এবার কোয়ালিফাই রাউন্ডেই তাদের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জ্যোতি, ‘আয়ারল্যান্ড ভালো দল, আমাদের বিপক্ষে। কিন্তু তাদের যদি পরিসংখ্যান দেখেন, আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেভারিট। আমরা এই দলটা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সে ক্ষেত্রে আমরা একে অপরকে জানি। যদি টিম হিসেবে পারফর্ম করতে পারি, আমরা ফেভারিট হয়ে থাকব।’