প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২:৪৬ অপরাহ্ণ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ২:২৭ পূর্বাহ্ণ
ফেনীতে মো. নূর আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এসময় তার কাছে থাকা ২২ ক্যান বিয়ার, ৮ বোতল বিদেশী মদ, ৪ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সে সদর উপজেলার পশ্চিম বিজয়সিংহ গ্রামের মৃত সুলতান আহম্মেদ এর ছেলে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিজয়সিংহ দিঘী সংলগ্ন জনৈক জাহাঙ্গীর আলমের ভাড়াঘরে অভিযান চালিয়ে উপর উল্লেখিত দেশি-বিদেশি বিভিন্ন মাদকদ্রব্য সহ নূর আলমকে আটক করে।
সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ বাসার মালিকের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।