সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

ফেনীতে পিকআপ ভ্যানের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ৮:০০ অপরাহ্ণ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১:১৪ পূর্বাহ্ণ
ফেনীতে পিকআপ ভ্যানের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

সময়ের সংলাপ ডেস্ক :
ফেনী শহরে পিকআপ ভ্যানের চাপায় শাহ্জালাল (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ শনিবার সকালে শহরের মিজান রোড়ে এ দুর্ঘটনা ঘটে৷

নিহত শাহ্জালাল শহরের কাপড় ব্যবসায়ী ও ফেনীর ১১ নং মোটবী ইউনিয়নের লস্কর হাট বাজারস্থ শাশ্বতী গ্রামের হাজী দিন মোহাম্মদের ছেলে৷

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী-ড ১১-০৮৭৪ নম্বর প্লেট যুক্ত বালু বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে পার্কিং করতে আসার সময় পেছন থেকে আসা মটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক শাহ জালালের মৃত্যু হয়৷

ফেনী মডেল থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সম্পর্কিত পোস্ট