ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকায় অভিযান চালিয়ে মন্দিরে নাশকতাকারীর মূল হোতাকে গ্রেফতার করেছে ফেনীস্থ র্যাব-৭।
র্যাব-৭ এর সিইও লেঃ কর্ণেল এস এম ইউসুফ বলেন, গ্রেফতারকৃত তৌসিফ মাহমুদ লাবিবকে (২২) রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মন্দিরে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
লাবিব ফেনী কলেজের ছাত্র বলে নিশ্চিত করেছে র্যাব।
ফেনী র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী জানান, গত শনিবার কালী মন্দিরের পুরোহিতকে মারধর ভয়ভীতি দেখানোসহ মন্দির পুড়িয়ে দেওয়ার হুমকি ও জোরপূর্বক কালিমা পোড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে র্যাব-৭ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২ টার দিকে র্যাবের একটি দল ট্রাংক রোড বড় মসজিদের সামনে ধর্মীয় উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও নাশকতাকারীর মূলহোতা আহনাফ তৌসিফ মাহমুদ লাবিবকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। লাবিব মধ্যম রামপুরের ১৭নং ওয়ার্ডের সাইফুদ্দিন মাহমুদের ছেলে।
কোম্পানি অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী আরও জানান, আসামী লাবিবকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে নাশকতা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।