শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ফেনীতে ত্রিশ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ৪:৪০ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ৪:৪০ অপরাহ্ণ
ফেনীতে ত্রিশ কেজি গাঁজাসহ আটক ২

ফেনী সদর উপজেলার বারাইপুর থেকে ত্রিশ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন,উপজেলার চাড়িপুর গ্রামের মো.আবুল কালাম এর ছেলে মো.শফিকুল ইসলাম (২৬) ও একই গ্রামের মো. আবদুল লতিফ এর ছেলে আবদুল মান্নান (২৫)।

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্প জানায়,রবিবার (২৪ এপ্রিল)গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের অবস্থান জানতে পেরে পৌরসভার ১২ নং ওয়ার্ড বারাইপুর পশ্চিম খাজুরিয়ায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৭ এর একটি দল। অভিযানকালে বিকেল ৫ টার দিকে তাদের আটক করতে সক্ষম হয় র‍্যাব-৭,এসময় আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে দুই বস্তায় মোট ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তাঁরা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় করে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট গাঁজা বিক্রয় করতো।

গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব-৭ ফেনী ক্যাম্প।

সম্পর্কিত পোস্ট