প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৭:৩৬ অপরাহ্ণ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৭:৩৯ অপরাহ্ণ
ফেনীর পরশুরাম আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রাক চাপায় তৌফিকুল ইসলাম রায়হান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রায়হান ফুলগাজী উপজেলার দরবারপুর গ্রামের নুরুল আফছার মন্টুর ছেলে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের কাজিরবাগ রাস্তার মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সকালে আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে মোটরসাইকেল আরোহীকে একটি মালবাহী ট্রাক চাপা দেয়, এতে ঘটনাস্থলে রায়হান মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানাযায় নিহত যুবক ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।