শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ২:১২ অপরাহ্ণ আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ২:১২ অপরাহ্ণ
ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ফেনীর ফুলগাজী থেকে জহিরুল আলম রাজু নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৭ ফেনী ক্যাম্প।

এসময় তার কাছে থাকা ১ টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি,১ টি ম্যাগাজিন, ৭ টি চাপাতি এবং ৯ টি চাকু উদ্ধার করে র‍্যাব।

আটককৃত জহিরুল ফুলগাজী উপজেলার দৌলতপুর বন্ধুয়া গ্রামের মৃত আজম চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্র জানায়, সোমবার (১১অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফুলগাজী থানাধীন বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যায় সংলগ্ন এলাকায় বিকেল ৫:৪০ মিনিটে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প এর একটি দল। অভিযানকালে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত আসামি জহিরুল আলমকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছে থাকা দেশি-বিদেশি অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট