
প্রস্তাবিত মেঘনা বিভাগের সাথে থাকতে চায় না ফেনী জেলাবাসী। চট্টগ্রাম বিভাগেই থাকতে চায় তারা। ফেনীর বিশিষ্টজনরাও এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন।
গত শুক্রবার রাতে ফেনী পৌরসভা মিলনায়তনে বিশিষ্টজনদের মতবিনিময় সভায় এই দাবি তুলেন ধরেন ফেনীর সচেতন মহল।
মতবিনিময়কালে বক্তারা বলেন, জেলা ঘোষণার পর থেকেই নানাভাবে ফেনীর মানুষ চট্টগ্রামমুখী। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাথে ফেনীর মানুষের জীবনাচারের মিল রয়েছে। বঙ্গবন্ধু শিল্পনগরের কর্মযজ্ঞের সাথে চট্টগ্রাম ও ফেনী নিবিড়ভাবে জড়িত। আবার কুমিল্লার সাথে ফেনীর মানুষের আচার-আচারণ ও স্বভাবের তেমন কোনো মিল নেই। অর্থনৈতিকভাবেও তেমন কোন সম্পর্কও নেই। ফেনী জেলা মেঘনার বিভাগের সাথে যোগ হলে সেখানে ৬টি জেলা নিয়ে এই বিভাগ গঠিত হবে কিন্তু চট্টগ্রাম বিভাগে একটি কমে ৫টি জেলা নিয়ে গঠিত হবে। তাই ফেনীকে চট্টগ্রামের সাথে যোগ রাখার দাবি ফেনীবাসীর।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাবেক মেয়র ও স্টারলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল দাস, প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের, কালের কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুর হোসেন প্রমূখ।
ফেনীবাসীর দাবি পূরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সভায় প্রথম আলো প্রতিনিধি আবু তাহেরকে আহবায়ক ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি খসড়া কমিটি ঘোষণা করা হয়।